দুবাইয়ে হিরো আলমের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান।

সাকিব আল হাসান

আরাভ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।

এ উপলক্ষে সাকিব আল হাসান ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন।

তারই মতো ঘোষণা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আরও কয়েকজন ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মতো আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি আগ্রাসী ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমিরসহ আরও অনেকে।

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিও বার্তায় জানিয়েছেন।

একই রকম ভিডিও বার্তায় আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম জানিয়েছেন যে তিনিও একই অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাবেন।

স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন হিরো আলম