স্পোর্টস ডেস্ক : ক্রিকেট রাজ্যের নানান অঙ্গনে যেন রাজত্ব করছেন সাকিব আল হাসান। একে একে অনেকগুলো সিংহাসন নিজের করে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের টিম সাউদিকে হটিয়ে শীর্ষ উইকেট শিকারী এখন সাকিব।আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। এতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাকিব।
১১৪ ম্যাচে সাকিবের উইকেট এখন ১৩৬টি। ১০৭ ম্যাচে সাউদি আছে ১৩৪ উইকেট। ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।
শুধু তাই নয়, আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দুইবার ৫ উইকেট শিকারের প্রথম কীর্তি গড়লেন সাকিব। যা বিশ্বে আর কারোর নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।