জুমবাংলা ডেস্ক : রোববার (৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে নিজের ভোটকেন্দ্রে যান তিনি। শাকিব খান ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার।
ঢাকায় সিনেমার এই চিত্রনায়ক সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক ব্যক্তির ভোট প্রদান যার যার নাগরিক অধিকার। আমি গতবারও মাকে নিয়ে ভোট দিয়েছি এবারও মাকে সঙ্গে নিয়েই আমাদের ভোটকেন্দ্রে এসেছি। আবার বাবা এসেছিলেন সকালবেলা।’
শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।