বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ‘বরবাদ’ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন। যে ছবিতে ফের শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার ইধিকা পাল। গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবিতে ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সঙ্গীতায়োজনের ওই গানটি বেশ স্রোতাপ্রিয়তা পায়। এবার সেই গানের নামেই সিনেমার করছেন শাকিব।
ছবিটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। সূত্রগুলোর দাবি, সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন মিশা সওদাগর।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন।
গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এই অভিনেত্রীর ছিল এটিই প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব-ইধিকা জুটি। তারপর বাংলাদেশের ‘কবি’ নামের এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।