স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে চার দফায় ঢাকা ছাড়ছেন ক্রিকেটাররা। শুক্রবার ঢাকা ছেড়েছে এক দল।
সফরের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হয়েছেন দেশসেরা ক্রিকেটার। ছন্দ হারিয়ে ফেলা মুমিনুল হকের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি।
গতকাল অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে সাকিবের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স। স্পষ্ট করেই জানিয়েছেন অধিনায়ক হতে হলে সাকিবকে নিয়মিত খেলতে হবে, ‘সাকিব যদি অধিনায়কত্ব করতে চায়, তাহলে তাকে নিয়মিত খেলতে হবে। আমি মনে করি, অধিনায়ক হয়ে সে খুবই রোমাঞ্চিত। এবার তার অধিনায়কত্বে এমন কিছু দেখতে পাব, যা আগে দেখিনি।’
পরকীয়ায় লিপ্ত ঘর ভাঙলো শাকিরার, অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।