স্পোর্টস ডেস্ক: নাটকের অবসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে মন গলেছে সাকিবের। মিরপুর শেরে বাংলায় সেই বৈঠক শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন। আগামীকাল রবিবার তিনি আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচেই সাকিব খেলবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি পাপন। এসময় সাকিব তার পাশেই ছিলেন।
সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন।
সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার। যদিও এর আগে সাকিবকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি দিয়েছিল বিসিবি।
আজ জরুরি বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের কাজ সেরে দেশে ফিরে অবশ্য সাংবাদিকদের এড়িয়ে গেছেন সাকিব। আজ অবশ্য বোর্ডের সঙ্গে বসেছেন তিনি। যেখানে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তার সঙ্গে বৈঠকে রয়েছেন সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিক ও তানভীর আহমেদ টিটু। এ ছাড়াও ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যানও এসেছেন বৈঠকে।
ভবিষ্যতে সাকিব কোন ফরম্যাটে খেলতে চান আর কোনটিতে খেলতে চান না, তা নিয়েই জানতে চায় বোর্ড। এদিকে গতকাল সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল নান্নু।
তিনি বলেছেন, ‘এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি, রিফ্রেশ হয়ে ফিরে এসে সাকিব তিন ফরম্যাটেই খেলবে।’
এদিকে সাকিব বিশ্রাম চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেপে যান। প্রিয় শিষ্যের এমন আচরণে চটেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছিলেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এমনটা করতে পারেন না কোনো খেলোয়াড়ই। তাই খেলতে না চাইলে অবসর নাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।