স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জের সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশ দলের সেরা ভরসা নিঃসন্দেহে সাকিব আল হাসান।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব। তিন ম্যাচে যথাক্রমে ২৯, ৮ এবং ৪৩ রান করেছিলেন। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছিলেন। পরের দুই ম্যাচে নিয়েছিলেন দুটি করে উইকেট।
এবার ব্যাটে-বলে ইংল্যান্ডের বিপক্ষে দুই কীর্তির সামনে তিনি। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি বোলার। মাশরাফির ২৬৯ উইকেট ছাড়িয়ে ২৯৪ উইকেটে দাঁড়িয়ে তিনি। আর ছয় উইকেট পেলে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার হবেন দেশের হয়ে প্রথম তিনশ’ উইকেট শিকারি বোলার।
এছাড়া ইংল্যান্ডে সিরিজে ব্যাট হাতে ভালো করলে সাত হাজার রান পূর্ণ করার সুযোগ পাবেন তিনি। সাত হাজারের ক্লাবে ঢুকতে তার দরকার ১৬৫ রান। মুশফিকের সামনেও সাত হাজার রান করার সুযোগ আছে। তার মাইলফলক স্পর্শ করতে দরকার ১৮৯ রান। দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রান তামিম ইকবালের (৮ হাজার ৭৪)।
ইংল্যান্ডের ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার মঈন আলীও আছেন উইকেটের কীর্তির সামনে। ১২৬ ওয়ানডে খেলা মঈন ৯৬ উইকেট পেয়েছেন। চার উইকেট পেলে দুই হাজার রান ছাড়ানোর পাশাপাশি একশ’ উইকেট বসবে তার নামের পাশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।