স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে দল পেলেও দেশের স্বার্থে খেলতে যাননি পেসার তাসকিন আহমেদ।
আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেলার প্রস্তাব পেয়ে না বলে দেন তাসকিন।
পারিবারিক কারণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে যাননি সাকিব আল হাসান। একই কারণে আসরের মাঝপথে দেশে ফিরে আসেন কেকেআরের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস।
আইপিএলে না গিয়ে দেশের জন্য খেলেন তারা। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ৬৫ হাজার ডলার তথা ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, এটি আমাদের পক্ষ থেকে একটি ছোট পদক্ষেপ। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অর্থ দাবি করেনি, তবে আমরা অনুভব করেছি যে সম্পূর্ণ না হলেও তাদের অন্তত আংশিক ক্ষতিপূরণ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, খেলোয়াড় ভেদে আমাদের বোর্ড একে একে বিবেচনা করবে, খেলোয়াড়দের সুস্থতাও আমাদের অগ্রাধিকারের একটি।
আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময়ের জন্য খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস তাকে মাত্র দুটি ম্যাচে খেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।