স্পোর্টস ডেস্ক : বেশ ব্যস্ত সময়ই পার করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। সেখানে প্লে-অফ পর্যন্ত ছিলেন গল টাইটান্স শিবিরে। এলপিএল শেষ করেই দুবাই গিয়েছেন সাকিব।
ছিলেন স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে। সেখান থেকে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজ মঙ্গলবার গিয়েছেন বরিশালে।
বরিশালে সাকিব অবশ্য ক্রিকেটীয় কোন কাজে নয়, বরং এক মহৎ কাজে সেখানে গিয়েছেন। জানা যায়, সেখানে তিনি গিয়েছেন সমাজ সচেতনতার অংশ হিসেবে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন তিনি।
গৌরনদী পাইলট হাই স্কুলে সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে পৌঁছেছেন সাকিব। এসময় স্থানীয় ভক্তরা করতালির আর স্লোগান মুখরিত করেছেন পুরো এলাকা। জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ আবারো ঢাকায় ফিরে আসবেন টাইগার অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।