স্পোর্টস ডেস্ক : এক, দুই, তিন, চার… এশিয়া কাপের এবারের আসরে নিজেদের টানা চতুর্থ ম্যাচেও টস জিতলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে এটি শ্রীলঙ্কার প্রথম ম্যাচ হলেও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, যারা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে। বাঁচা-মরার এই ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে টানা ৪টি ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে। বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি উইকেট বিবেচনায় সাকিব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যাচে।
বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন এসেছে একটি। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, তার জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এই ম্যাচে তাই টাইগাররা তিন পেসার ও তিন স্পিনার নিয়ে লড়বে। শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত রয়েছে।
একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
বাংলাদেশ : নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।