স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। ম্যাচের নায়ক যদি হন তাসকিন আহমেদ, তাহলে পার্শ্বনায়ক সাকিব। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় জয়ের পথে ২ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়েছেন এই বাঁহাতি স্পিনার।
বুধবার ১১তম ওভারে বোলিং আসেন সাকিব, ততক্ষণে ১ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ৫৯। একপ্রান্ত থেকে সাকিব একের পর এক ডট বল দিয়ে চাপ বাড়িয়েছেন। ৯ ওভারে ৫৪ বল করা এই স্পিনার ৩৯ বলই দিয়েছেন ‘ডট’। অন্য প্রান্ত থেকে সেটারই সুবিধা আদায় করে নিয়েছেন তাসকিন-শরিফুলরা। আর তাতেই ১৫৫ রানের সহজ লক্ষ্য তৈরি হয় বাংলাদেশের জন্য।
শেষ ওয়ানডেতে ২ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফিকে ছুঁয়েছেন তিনি। দেশের বাইরে জাতীয় দলের জার্সিতে দুজনের উইকেট সংখ্যা এখন সমান ১২২।
দেশের বাইরে মাশরাফি ক্যারিয়ারসেরা বোলিং ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে, ২৬ রানে ৬ উইকেট। মাশরাফির মতো সাকিবের ক্যারিয়ারসেরা বোলিংও দেশের বাইরে। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সাকিব-মাশরাফির পর দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেট শিকারি আব্দুর রাজ্জাক। তার শিকার ৮৫ উইকেট। চতুর্থ অবস্থানে মোস্তাফিজুর রহমান (৭৩)। আর পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ রফিক (৬৫)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।