স্পোর্টস ডেস্ক : সবার আগে ট্রলি নিয়ে লিফট থেকে নেমে ক্যাপ্টেন সাকিব আল হাসান দ্রুত পায়ে হেঁটে যান রিসিপশনে। সেখানে চেকআউটের কাজ সেরে সাকিব যেন আরেকটু ঘুমানোর চেষ্টায় ছিলেন। পুরো শরীর এলিয়ে দিলেন সোফায়। অপেক্ষা সতীর্থদের।
একে একে এলেন সতীর্থরা। সারলেন চেকআউটের কাজ। এরপর সবাই উঠলেন টিম বাসে। ক্যান্ডি থেকে বাস যোগে কলম্বো। সেখান থেকে ক্রিকেটাররা বিমান ধরবেন পাকিস্তানের, গন্তব্য লাহোর। শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সাকিবদের নিয়ে টিম বাস হোটেল ত্যাগ করে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে দলে বিরাজ করছে গুমোট পরিবেশ। দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও যাচ্ছেন লাহোর। সংবাদকর্মীদের দেখে বলে উঠলেন, ‘আজ কোনো কথা নেই।’
টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, আমরা এভাবে হারার মতো দল না। সবার মন খারাপ। আবার আজ ভ্রমণ করতে হচ্ছে। আশা করছি আফগানিস্তানের বিপক্ষে জয় এলে আত্মবিশ্বাস ফিরে পাবে।’
পাকিস্তান ভ্রমনের ধকল কাটানোর সময়ও পাবে না বাংলাদেশ। মাঝে মাত্র একদিন সময়। এরপরই নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে। হারলেই বাদ, জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা। ৩ সেপ্টেম্বর বিকেলে সাড়ে ৩টায় লাহোরে আফগানদের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ যেহেতু ক্রিকেটারদের নিয়ন্ত্রণে নেই তাই এসব নিয়ে ভাবতে চান না বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ‘আসলে এগুলো তো নিয়ন্ত্রণে নেই। ট্রাভেল, ফিক্সচার এগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। আগে ম্যাচ হেরেছি তা নিয়েও চিন্তা করছি না। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেললে জিততে পারব বলে আশা করছি।’
গতকাল পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ব্যাট হাতে ছিল ব্যর্থতার মিছিল। আগে ব্যাটিং করে মাত্র ১৬৪ রান করে লাল-সবুজের দল। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এমন হারের পরও আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন শান্ত।
‘অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি যা বললাম এত দূরে চিন্তা না করে আফগানিস্তানের সাথে ম্যাচটা কিভাবে জিততে পারি সেটা নিয়ে পরিকল্পনা করা, কত ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া যায়। আমরা জেতার জন্যই যাব এই ম্যাচে। সেই ম্যাচ যদি আমরা জিতি, ইনশাল্লাহ তাহলে পরের অবস্থা কী দাঁড়াবে তা দেখা যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।