স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লজ্জার রেকর্ড গড়লেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। গত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে এক ওভারে ৩১ রান দিয়েছেন তিনি। আর এতেই আইপিএলে মুাম্বই ইন্ডিয়ান্স বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন।
ম্যাচে পাঞ্জাব ইনিংসের ১৬তম ওভারের ঘটনা এটি। যেখানে উইকেটে ছিলেন স্যাম কারান ও হারপ্রীত সিং। প্রথম বলেই অর্জুনকে ছক্কা মারেন কারান। পরের বল ওয়াইড দেন। পরের বলে চার মারেন কারান। তৃতীয় বলে আসে সিঙ্গেল। চতুর্থ বলে চার মারেন হারপ্রীত। ৫ নম্বর বলে ছক্কা মারেন তিনি। পরের বলটি নো-বল করেন অর্জুন। সেই বলেও চার মারেন হারপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবার একটি চার মারেন হারপ্রীত। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন।
এর আগে আইপিএলে রোহিত শর্মাদের দলের বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দিয়েছিলেন ড্যানিয়েল স্যামস। ২০২২ সালের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।