স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পরদিনই আরেকটা সুখবর পেলেন শামীম পাটোয়ারী। এবার তরুণ এই অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে ডাক পেয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার হঠাৎ ওয়ানডে দলে শামীমকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ানডের দলে আর কোনো পরিবর্তন নেই। শামীম হোসেনকে শুধু যুক্ত করা হয়েছে। এতে দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
ইতিমধ্যে মিরপুর শেরেবাংলায় প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। শুক্রবার একই মাঠে দুপুর ১২টায় দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।