স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপ নিয়ে আগে থেকেই বড় স্বপ্ন দেখছিলেন বাংলাদেশি সমর্থকেরা। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন যাঁরা দেখছেন তাঁদের ‘ঘুম থেকে জেগে ওঠার’ কথা বলেছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। যদিও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন বলেই জানালেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের অধিনায়ক করা হয়েছে নাজমুলকে।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাতুরাসিংহের সেই কথাকে উদ্ধৃতি করে এক সংবাদকর্মী তাঁর কাছে জানতে চান, বিশ্বকাপ নিয়ে আগের স্বপ্ন থেকে নাজমুলরা সরে এসেছেন কি না? নাজমুল জানিয়েছেন, তাঁদের স্বপ্নটা এখনো আগের জায়গায় আছে।
ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়াই তাঁদের স্বপ্ন দেখতে আত্মবিশ্বাসী করেছে বলে জানালেন নাজমুল, ‘আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি।
তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সার্মথ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।