স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। এই ম্যাচেট টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটাও হয়েছিল কিছুটা ধীরগতির। তবে শেষ দিকে তারা রানের গতি বাড়িয়ে চালিয়েছে ঝোড়ো তাণ্ডব। যদিও বাংলাদেশ দলের এমন ঝড় তোলার সামর্থ্য নেই, তাই বলে উইকেটটা বিলিয়ে দেয়ার সামর্থ্যের কথা তো কারও অজানা থাকার কথা নয়।
দলীয় রান ৩০ থেকে ৩১ করতে মাত্র আট বলেই তিন উইকেট হারায় টাইগাররা। থিতু হতে হতেই ফিরেন ওপেনার তানজিদ তামিম। আগের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা নাজমুল হোসেন শান্ত প্রথম বলটাও খেলতে পারলেন না ঠিকঠাক। সাকিব আল হাসানও খোঁচা দিয়ে কিপারকে ক্যাচ দিয়েছেন!
গোল্ডেন ডাক মারা শান্ত অবশ্য এদিন ভিন্ন রকম এক রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপের এক আসরে টপ অর্ডারে (১-৩ নম্বর) ব্যাটিং করে একাধিকবার প্রথম বলেই ০ (শূন্য) রানে আউট হয়ে যাওয়া চতুর্থ ব্যাটসম্যান হলেন শান্ত।
এর আগে শ্রীলঙ্কার রমেশ কালুভিতারানা (১৯৯৬), ইংল্যান্ডের জনি বেয়ারস্টো (২০১৯) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের (২০১৯) এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন : ‘পাকিস্তানের ক্রিকেটারদের দেখে মনে হয় ওরা প্রতিদিন ৮ কেজি মাংস খায়’ (ভিডিও)
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩৮৩ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। জবাবে ব্যাট করছে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।