স্পোর্টস ডেস্ক : নয় ম্যাচে সাত হারের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হয়েছে। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ৯ ম্যাচের দু’টোতেই শূন্য রানে আউট হয়েছেন। আর মাঝখানে ভুগেছেন রান খরায়। শেষের দিকে অবশ্য তিনি কিছু রান পেয়েছেন। সংখ্যা গুনলে হয়তো শান্ত কিছু শান্তি পেতে পারেন। তবে দলের জন্য কার্যকর কিছু করতে পেরেছেন কিনা সেই প্রশ্নে নিশ্চিতভাবে শান্তর সন্তুষ্ট হওয়ার কিছু নেই।
সোজা কথায় বললে, টপ অর্ডার ব্যাটারের দায়িত্ব শান্ত পালন করতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসানের বদলে বিশ্বকাপের মঞ্চে শান্ত অধিনায়কত্ব করেছেন। তবে তার অধিনায়কত্বে তেমন কোনো নতুত্বের স্বাদ মেলেনি। যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় খুব একটা পাওয়া যায়নি। শান্ত নেতৃত্ব দেওয়া ম্যাচগুলোতে টাইগাররা জয়ও পায়নি। উল্টো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
তবে এবার বেশ জোর গলায় অধিনায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শান্ত। অস্ট্রেলিয়ার কাছে বড় হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে শান্ত বললেন, ‘বেশ কয়েক দিন ধরেই তো করছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। যদি সুযোগ আসে এটা ভালোভাবে করতেই প্রস্তুত।’
সেই ঘোষণায় মনে হয় ‘কৌশলী’ শান্ত সাকিব পরবর্তী অধিনায়কত্বের ইঁদুর-বেড়াল দৌড়ে নাম লেখালেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।