আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অন্যতম সহায়তাকারী রাষ্ট্র চীন। বিষয়টি নিয়ে চীন বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং।
গত ৬ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক লিখিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বাংলাদেশকে বন্ধুপ্রতীম দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে চীন জানিয়েছে, তাদের প্রত্যাশা দেশটিতে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত
বাংলাদেশকে ঋণ সহায়তাকারী দেশগুলোর মধ্যে চীনের অবস্থান তৃতীয়। জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছর থেকে বাংলাদেশকে প্রায় ৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন, যা মোট ঋণের প্রায় ৪০ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।