লাইফস্টাইল ডেস্ক : দেশের সড়ক দুর্ঘটনার একটি বড় অংশই হয় মোটরসাইকেলে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ৩৪ শতাংশের বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। শীত মৌসুমে কুয়াশা, ধুলাবালি বাইকারদের জন্য সড়কে বাড়তি ঝুঁকি তৈরি করে। তাই এই সময়ে নিরাপদ থাকতে প্রয়োজন বাড়তি সতর্কতা।
শীতে কুয়াশা দুই চাকার এই বাহনটির জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ঘন কুয়াশার মধ্যে নিতান্ত প্রয়োজন না হলে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। এ সময় মোটরসাইকেলের হেডলাইট চালু রেখে নিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালান। সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন, প্রয়োজনে ইমার্জেন্সি লাইট (হ্যাজার্ড লাইট) জ্বালিয়ে রাখুন।
শীত মৌসুমে রাস্তায় ধুলাবালি বেশি থাকে। আবার কুয়াশা পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। রাজধানী ঢাকায় আবার বায়ুদূষণ রোধে সড়কে পানি ছিটানো হয়। এতেও রাস্তা পিচ্ছিল হয়ে যায়।
এসব ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। টায়ার এবং টায়ার প্রেশার চেক করুন। টায়ার বেশি পুরনো হলে দ্রুত পরিবর্তন করে নিন।
যেকোনো পরিস্থিতিতে মোটরসাইকেল চালাতেই ভালো মানের হেলমেট ব্যবহার করুন। শীতের জন্য উপযুক্ত গরম কাপড়, হাতে গ্লাভস ও পায়ে জুতা পরুন।
চাদর বা এমন খোলামেলা পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন চাকা বা চেইনে জড়িয়ে না যায়। যাত্রা শুরুর আগে বাইকের ব্রেকিং সিস্টেম কাজ করছে কিনা সেটা পরীক্ষা করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।