লাইফস্টাইল ডেস্ক : শীতের মৌসুমে বিয়েবাড়ি, পার্টি, পিকনিক একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। এই ঋতুর ফ্যাশন সারা বছরের থেকে একদম আলাদা হয়। ফ্যাশন যেমন আলাদা, তেমন মেকআপও অন্য রকম হয়। শীতকালে ঘাম কম হয়,তাই মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী থাকে নষ্ট হয় না, তবে সমস্যাও রয়েছে।
শীতকালে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়। শীতের মৌসুমে শুষ্ক ত্বকে মেকআপ করা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়। শুষ্ক ত্বকের জন্য মেকআপ সুন্দর ও টেকসই হয়ে থাকে না।
এক্ষেত্রে কিছু নিয়ম মানলে শীতকালে মেকআপ হবে একেবারে মনের মতো।
১. ত্বক হাইড্রেট রাখুন
মেকআপের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করুন এবং একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।ত্বক ডিহাইড্রেটেড থাকলে মেকআপ ফেটে যেতে পারে, তাই শীতের সময়েও পর্যাপ্ত পানি পান করুন।
২. প্রাইমার ব্যবহার করুন
শীত কিংবা গরম, মেকআপ করার আগে ভালো মানের প্রাইমার ব্যবহার করা জরুরি। আর শীতের সময় শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করা উচিত। এটি ত্বককে মসৃণ করে তোলে, শুষ্কভাব দূর করে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
৩. শীত উপযোগী ফাউন্ডেশন বেছে নিন
গরমে ঘাম হয় দেখে সবাই ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে থাকেন। তবে শীতের সময় ম্যাট ফাউন্ডেশন একদম অনুপযোগী। এর বদলে ডিউই বা হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করা প্রয়োজন। প্রয়োজনে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা ফেস অয়েল মিশিয়ে নিন।
৪. পাউডার এড়িয়ে চলুন
শীতে পাউডার মেকআপ থেকে যতসম্ভব দূরে থাকা উচিত। এতে শুষ্ক ত্বক আরও শুষ্ক দেখাতে পারে। প্রয়োজন হলে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।
৫. ক্রিম-ভিত্তিক প্রোডাক্ট ব্যবহার করুন
ব্লাশ, হাইলাইটার এবং ব্রোঞ্জার হিসেবে ক্রিম-ভিত্তিক প্রোডাক্ট বেছে নিন। এগুলো ত্বকে ন্যাচারাল গ্লো যোগ করে ত্বককে সুন্দর রাখতে সহায়তা করে।
৬. মেকআপ সেট করুন
মেকআপ শেষে ডিউই সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপ ফিক্স করার পাশাপাশি ত্বককে ফ্রেশ রাখে।
৭. ত্বকের যত্ন নিন
শীতের সময় ত্বকের আলাদাভাবে যত্নের প্রয়োজন আছে। রাতে ঘুমানোর আগে ত্বক ভালোভাবে ক্লিন করে হাইড্রেটিং নাইট ক্রিম বা ফেস অয়েল ব্যবহার করুন। এতে করে ত্বক নরম ও কোমল থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।