জুমবাংলা ডেস্ক : জেঁকে বসেছে শীত। শীতের কাপড় এখন পরতে হচ্ছে প্রতিদিনই। কোট, উলের সোয়েটার, টুপির পাশাপাশি ফ্যাশনেবল পঞ্চের মতো পোশাকগুলোর কিন্তু সঠিক যত্নও প্রয়োজন। ধোয়ার ভুলে কিংবা রক্ষণাবেক্ষণের ভুলে শীতের কাপড়ে ববলিন উঠতে পারে। এছাড়া সঠিক যত্নের অভাবে দামি শীতপোশাক নষ্টও হয়ে যেতে পারে সময়ের আগে। কিছু টিপস জেনে নিন।
শীতের কাপড় থেকে সহজেই ময়লা তুলতে অনেকে গরম পানিতে ডুবিয়ে রাখেন। এটি করা উচিত নয়। কারণ উল সংবেদনশীল হওয়ায় গরম পানিতে ধুলে ফাইবার ভেঙে যায়।
উলের কাপড় মৃদু ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। কখনোই বেশি জোরে কাচা বা নিংড়ানো যাবে না।
ফ্লানেল কাপড়ের খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না। লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে কেচে ধুয়ে ফেলতে হবে। এ কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য ‘নরমাল মুড’ চালু রাখতে হবে।
ভেলভেটের কাপড় ড্রাই ওয়াশ করা ভালো। ভেলভেটের কাপড় কখনোই আয়রন করা উচিত নয়। এমনিতেই ভেলভেটের কাপড় খুব সহজেই ম্লান হয়ে যায়, তাই এ ধরনের কাপড় ভাঁজ করবেন না।
শীতের ভারী পোশাক কখনও মেঝেতে ঘষে ঘষে কিংবা খুব বেশি জোরে আছড়ে কাচা উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে চেপে নিলেই ময়লা পরিষ্কার হয়ে যায়।
উলের পোশাক ঝুলিয়ে শুকাতে দেবেন না। মাটিতে তোয়ালে বিছিয়ে তার ওপরে শুকাতে দিন।
সাভার ঢাকা-আরিচা মহাসড়কে তিন গাড়িতে আগুন, নিহত অ্যাম্বুলেন্সের ৪ জন
ধুলা দূর করতে কোট পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করতে পারেন। বেশিরভাগ উলের পোশাকেই ড্রাই ক্লিন করার নির্দেশ থাকে। না থাকলে মেশিনে বা হাতে ধুয়ে নিন। মেশিনে দিলে জেন্টাল ওয়াশে সেট করুন ও মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। হাতে পরিষ্কার করলে অল্প গরম পানিতে লিকুইড সাবান দিয়ে তিন-চার মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আলতো করে ধুয়ে নিন। উল কখনও সরাসরি সূর্যের আলোয় শুকাবেন না। এতে রঙ নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার সময় সোয়েটারের উপর একটা পাতলা কাপড় বিছিয়ে নিন।
লেদার পরিষ্কার করার জন্য কমার্শিয়াল লেদার ক্লিনার ব্যবহার করাই ভালো। তবে দাগ যদি শুধুমাত্র লেদারের উপরের লেয়ারে থাকে, তাহলে নেইল পলিশ রিমুভার বা অ্যারোসল হেয়ার স্প্রে দিয়ে উঠিয়ে নিন। এতে দাগ না উঠলে প্রফেশনাল ক্লিনারের কাছে দিয়ে দেওয়াই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।