স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি খরায় ভূগছেন বিরাট কোহলি। তার ব্যাট থেকে বড় স্কোর আসছেই না। সম্প্রতি ভারতের তিন ফরম্যাটেই তিনি নেতৃত্ব ছেড়েছেন। তারপরও বিশ্বের ভয়ংকর এই ব্যাটার ফর্ম ফিরে পাচ্ছেন না।
এমনকী তাকে বাদ দেওয়ারও দাবি উঠতে শুরু করেছে! পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, পারফর্ম করতে না পারলে দল থেকে বাদও পড়তে পারেন কোহলি।
ফর্ম ফিরে পেতে জাতীয় দলের পাশাপাশি এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বও ছেড়েছেন কোহলি। কিন্তু আসরে এখন পর্যন্ত ৫ ইনিংসে ২৬.৮ গড়ে তার রান ১০৭! একটাও ফিফটি নেই। দুটি ম্যাচে তো দুই অংকও ছুঁতে পারেননি আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যান!
শোয়েবের মতে, ফর্ম ফিরে পেতে কোহলির উচিত নিজেকে সাধারণ ক্রিকেটার ধরে নিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’র সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, ‘সে একজন ভালো মানুষ, ভালো খেলোয়াড়, গ্রেট ক্রিকেটার। তবে আমি চাই সে এখন কেবল একটি বিষয়ে মনোযোগ দিক। নিজেকে সাধারণ একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক। এরপর ব্যাটটা হাতে তুলে নিক এবং খেলুক। ‘
কোহলির ক্যারিয়ার নিয়ে শংকা প্রকাশ করে শোয়েব আরও বলেন, ‘ইতিমধ্যেই লোকজন বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আইপিএল একটি পারফরম্যান্স-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউই ছাড় পায় না, এমনকি বিরাট কোহলিও না। সে যদি ভালো না খেলে তাহলে বাদও পড়তে পারে। কিছু কথা আমি এখন বলতেও পারছি না। তার মাথায় হয়তো ১০ হাজার চিন্তা ঘোরে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।