স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে প্রথমবারের মতো হারানোর পর সিরিজ জয়ও নিশ্চিত করেছে আফগানিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে রশিদ খানের দল। আফগানদের এমন সাফল্য মুগ্ধ করেছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে। আফগানদের প্রশংসা করতে গিয়ে তিনি টেনে এনেছেন বাঙালি জাতিকেও।
পাকিস্তানের বিপক্ষে রশিদ খানদের পারফরম্যান্সে মুগ্ধ শোয়েব আখতার প্রশংসায় ভাসিয়েছেন পাঠান ও বাঙালি জাতিকে। তার মতে, উপমহাদেশের এই দুই জাতি নিজেদের ভেতরকার শক্তি কাজে লাগাতে পারলে বিশ্বসেরা হতে পারবে।
পাকিস্তান-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ইউটিউবে নিজের চ্যানেলে পৌনে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন শোয়েব।
পাকিস্তানকে প্রথম ম্যাচে ৯২ রানে বেঁধে ফেলার পর দ্বিতীয় ম্যাচেও ১৩০ রানেই বেঁধে ফেলে ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় রশিদ খানের দল। সে প্রসঙ্গ টেনে সাবেক এই তারকা বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। তাদের স্পিনাররাও অসাধারণ। মোহাম্মদ নবী বরাবরই ভালো বল করেন। তাদের স্পিনাররা রহস্যময়। এমন রহস্যময় স্পিনারদের নিয়ে ওয়ানডে বিশ্বকাপে অন্যতম সেরা দল হতে যাচ্ছে আফগানিস্তান। আমি খুবই উত্তেজিত।’
আফগানদের প্রশংসা করতে গিয়ে বাঙালিদের প্রসঙ্গ টানেন শোয়েব। তিনি বলেন, ‘আমি একটা কথা সবসময়ই বলি, পাঠান ও বাঙালিরা যদি নিজেদের কর্মশক্তি ঠিকমতো কাজে লাগায়, তারা বিশ্বের শীর্ষ জাতি হয়ে উঠবে। কারণ, তাদের উভয়ের মধ্যেই ভালো করার তীব্র তাড়না আছে। এই তীব্রতা ভালোভাবে, পরিপক্বতার সঙ্গে কাজে লাগালে ওরা বিশ্বসেরা হয়ে উঠবে। আমাদের পাঠান ভাইরা জেতায় আমি খুশি।’
উল্লেখ্য, এর আগে গত বছরের এশিয়া কাপের ম্যাচে আফগানদের ঔদ্ধত্যের তীব্র সমালোচনা করেছিলেন শোয়েব। তবে এবার পাঠানদের পাশাপাশি বাঙালিদেরও প্রশংসা করলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।