স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা অসংখ্য ম্যাচে জয়লাভ করেছেন। অথচ জীবনের কঠিন ম্যাচে হেরে গেলেন এই তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে তার দীর্ঘ ১৩ বছরের সংসার ভেঙে চুরমার হয়ে গেল। শোয়েব মালিক সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।
সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন- ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন।’ এর মধ্যেই শনিবার পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেছেন শোয়েব মালিক। শোয়েবের তৃতীয় বিয়েতে খুশি নয় তার পরিবার। বিয়ের অনুষ্ঠানে পরিবারের কাউকে দেখা যায়নি বলেও জানা গেছে। খবর দ্য পাকিস্তান ডেইলির।
খবরে বলা হয়েছে- সানিয়া মির্জার সঙ্গে তালাক নিয়ে অসন্তোষ জানিয়েছেন শোয়েব মালিকের বোন। শোয়েবের অন্য নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে সানিয়া বিরক্ত ছিলেন- শোয়েবের বোনের বরাতে এমনটাও জানিয়েছে পাকিস্তান ডেইলি।
সানিয়ার পরিবারের এক সদস্যের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, একতরফাভাবে শোয়েবকে তালাক দেন সানিয়া।
পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘এটা ছিল খোলা তালাক। আমি এর বাইরে মন্তব্য করতে চাই না।’
‘খোলা’ তালাকের বিধান হলো- যদি স্বামীর অন্যায় বা দোষের কারণে স্ত্রী তালাকের আবেদন করেন, এ অবস্থায় তাকে তালাক দিতে স্বামী বিনিময় চাইতে পারবে না; বরং তা তার জন্য হারাম হবে।
তালাকের বিষয়টি নিশ্চিত করে রোববার সানিয়া মির্জার বোন আনাম মির্জা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তিনি বলেন- ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। তবে আজ এটা জানানো প্রয়োজন যে, শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’
সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করেছেন তিনি। সানিয়ার বোন বলেছেন- ‘তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’
২০১০ সালের এপ্রিলে সানিয়া মির্জা ও শোয়েবের বিয়ে হয়। বিয়ের পর তারা দুবাইয়ে থাকতেন। ২০১৮ সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।
সানিয়ার সঙ্গে বিয়ের কয়েক দিন আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিককে ডিভোর্স দেন শোয়েব মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।