‘আমরা চলতে পারছি না, তেল কিনে খেতে পারছি না’

সয়াবিন তেলের দাম

জুমবাংলা ডেস্ক: ভোজ্যতেলের বাজারে নৈরাজ্য চলছে। গেল বৃহস্পতিবার (৯ জুন) এক লাফে লিটার প্রতি ৭ টাকা দাম বাড়ানোর পর নতুন করে সয়াবিন তেলের সরবরাহ শুরু হয়নি। জানা গেছে, অনেক দোকানি নতুন দর কার্যকর করেছে কিন্তু বাজারে প্রতিষ্ঠিত হয়নি কোনো শৃঙ্খলা। একজন ক্রেতা বলেন, আমরা চলতে পারছি না, তেল কিনে খেতে পারছি না।
সয়াবিন তেলের দাম
ক্রেতারা তাদের অভিযোগে বলেন, আইন অনুযায়ী বোতলের গায়ে লেখা দরেই ভোজ্যতেল বিক্রির কথা। কিন্তু অনেক দোকানী তা মানছেন না। বিক্রেতারা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে নতুন দরে তেলের সরবরাহ শুরু হতে পারে। প্রতি লিটার খোলা সয়াবিনের দাম খুচরা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা। মিলগেটে দাম হবে ১৮০ এবং পরিবেশক পর্যায়ে দাম নির্ধারণ করা হয় ১৮২ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৭ টাকা। এছাড়া এক লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৮ টাকা।

এক দোকানী জানান, মূল্য বৃদ্ধির কথা আগে থেকে জানানো হলে একটা নির্ধারিত সময়সূচির মধ্যে বাজারে থাকা আগের মূল্যের তেল বিক্রি করা ফেলা যেতো। কিন্তু এমনটি বলা হয়নি বলে, যাদের কাছে আগের তেল মজুদ করা আছে তারা যে যার মতো ব্যবসা করছে। অন্যদিকে, ক্রেতারা জানান, ১ বা ২ লিটারের তেল এখন পাওয়াই যাচ্ছে না। ৫ লিটার তেলেরও এখন সঙ্কট। দফায় দফায় সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা।

চাষ করুন লাভজনক ‘বারি পাতা পেঁয়াজ-১’, হেক্টরে ফলন ৮৫০০ কেজি