বিনোদন ডেস্ক : চলতি বছরের আগস্টে মুক্তি পেয়েছে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমা। ব্যবসায়িক সাফল্য পাওয়া সিনেমাটির প্রযোজক ব্লেক লাইভলি। যিনি এতে অভিনয়ও করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পরিচালক জাস্টিন বালডোনি। এই সহকর্মীর বিরুদ্ধে শুক্রবার (২০ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালতে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন অভিনেত্রী ব্লেক লাইভলি।
ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড’র প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ে বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। এ ছাড়া নানাভাবে তার সুনাম হানির চেষ্টা করেছেন। এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী।
গত ৬ আগস্ট মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পায় ‘ইট এন্ডস উইথ আস’। ছবিতে অভিনয় করেন ব্লেক লাইভলি, ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ছবিতে লাইভলির সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি।
অভিযোগে ব্লেক বলেন, বালডোনি আপত্তিকরভাবে তার ওজন নিয়ে কথা বলেন, আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে আনেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তার আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন-জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
সিনেমার শুটিংয়ে লাইভলি পর্দায় যৌন দৃশ্য দেখানো নিয়ে একটি সীমারেখা টেনে দেন। একটি মিটিংয়ে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন ব্লেকের স্বামী ও অভিনেতা রায়ান রেনল্ডস। সেখানে তিনি ব্লেককে আর কোনো নগ্ন ভিডিও না দেখাতে অনুরোধ করেন। এ ছাড়া অনুমোদিত চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্যধারণের পরিকল্পনা, লাইভলির প্রয়াত বাবা সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি।
ব্লেক বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেন চলচ্চিত্রে কাজের পরিবেশ আরও নিরাপদ করা যায়।
বাড়ির উঠানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী, ভাইরাল ভিডিও
এসব অভিযোগের জবাবে আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যানের মাধ্যমে বিবৃতি দিয়েছেন বালডোনি। এসব অভিযোগ তিনি ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।