শিল্প খাতে আরেক দফা বাড়লো গ্যাসের দাম

গ্যাসের দাম

জুমবাংলা ডেস্ক : শিল্প খাতে আরেক দফা বাড়লো গ্যাসের দাম। প্রতি ইউনিট ১৬ থেকে বেড়ে ৩০ টাকা করা হয়েছে। আগামী মাস থেকে এ দাম কার্যকর করা হবে।

গ্যাসের দাম

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‘সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে’ গ্যাসের দাম বাড়িয়েছে। নতুন এই দাম কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক, সিএনজিচালিত যানবাহন, সার ও চা শিল্পে ব্যবহারের জন্য গ্যাসের দাম বাড়ছে না। এবার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার।

শাহ আলীর তাক লাগানো ময়ূরের খামার

নতুন দাম অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬ টাকা। গ্যাসের দাম বাড়ায় দাম বাড়ছে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র; ক্যাপটিভ পাওয়ার প্লান্ট, স্মল পাওয়ার প্লান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র; বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে; হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে।