জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে ভারতীয় সীমান্তে ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিন দিন পর হাসিনা বেগমের (৪৫) কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সতিন মেহেরুন বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তার সতিনের দেওয়া তথ্যে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তি ভুট্টাক্ষেত থেকে তার কাটা মাথা উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁসা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে। গ্রেপ্তার মেহেরুন বেগম তার বড় সতিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা ভুট্টা ক্ষেতের আইলে মাথাবিহীন নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ভুট্টাক্ষেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশের লাশের আঙ্গুলের ছাপ নিয়ে বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে। এরপর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল ও তার প্রথম স্ত্রী মেহেরুনসহ পুরো পরিবার আত্মগোপন করে।
পুলিশ হাসিনার মাথা ও ঘটনার ক্লু উদ্ধারে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মৃত হাসিনার সতিন মেহেরুনের সন্ধান বের করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার দেওয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত হাসিনার সতিন মেহেরুন বেগমকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
দুর্গাপুর ইউনিয়নের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভ্যানচালক আশরাফুলের দুই স্ত্রীর পৃথক দুটি বাড়ি। তবে নিজে দ্বিতীয় স্ত্রী হাসিনার ঘরে থাকতেন। সতিনদের মাঝে বিরোধ চললেও আশরাফুল দ্বিতীয় স্ত্রীকে সর্বদাই সঙ্গে রাখতেন। এমন কি কোথাও গেলে হাসিনাকে ভ্যানে করে সঙ্গে নিয়ে যেতেন। ঘটনার পর থেকে আশরাফুল আত্মগোপনে থাকা সন্দেহজনক।
গত ১০ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি : মাইলাম
ঘটনাস্থলে উপস্থিত সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাদল চন্দ্র বলেন, গ্রেপ্তার সতিনের দেওয়া তথ্যমতে মৃত হাসিনার কাটা মাথা উদ্ধার করা হয়েছে। ভুট্টাক্ষেতে সামান্য গর্তে মাথাটি পুঁতে রাখে খুনিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।