জুমবাংলা ডস্ক : চট্টগ্রামের বাজারে এসেছে শীতকালীন শাক সবজি। তবে শুরুতেই নানা অজুহাতে এসব শাক সবজির দাম রয়েছে ভোক্তাদের নাগালের বাইরে। আবার অনেক ব্যবসায়ী অবরোধসহ নানা কারণ দেখিয়ে দাম বাড়িয়েছেন। তবে কয়েক সপ্তাহ পর শাক সবজির দাম ক্রেতাদের নাগালের ভিতর আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
নগরীর বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা এবং ফুলকপি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতিকেজি ৪০ থেকে ৪৫ টাকা, ধনিয়া পাতা ৯০ থেকে ৯৫ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৫০ থেকে ৫৫ টাকা, টমেটো ১০০ থেকে ১১০ টাকা, মরিচ ১২০ থেকে ১৩০ টাকা, পুঁইশাক ২০ থেকে ২৫ টাকা, শিম বিক্রি হচ্ছে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, তিতকরলা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫০ টাকা ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
এছাড়াও বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকায়, রুই ২৬০-৩০০ টাকায়, কাতল ২৫০-৩০০ টাকায়, মৃগেল ২০০-২৬০ টাকায়, পাঙ্গাস ১৩০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মাছ কেজিতে দাম কমেছে ২০-৫০ টাকা। তবে সামুদ্রিক ও দেশীয় চাষের মাছের সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে কিছু মাছের। তারমধ্যে লইট্যা এখন মান ভেদে ৯০-১২০ টাকায় পাওয়া যাচ্ছে। বাডা ২৫০-২৮০ টাকায়, ছোক্কা ২২০-২৬০ টাকায়, বাইলা ২৮০-৩৫০ টাকায়, সুরমা ৩০০-৪০০ টাকায় এবং চিংড়ি আকার ভেদে ৮০-৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি আসতে শুরু করেছে চট্টগ্রামের সবজির বাজারে। বেচাকেনায় সরব থাকলেও যোগানের তুলনায় চাহিদা বেশি হওয়াতে বেশিরভাগ সবজির দাম নাগালের বাইরে। বাজারে রয়েছে শীতকালীন মুলা, বাঁধাকপি, শসা, ধনিয়া পাতা, লাউ, বেগুন ও টমেটোসহ নানা সবজি। সরবরাহ বেশি হলেও কমেনি দাম।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক সবজি; এতে কমেছে যোগানও। আর এ কারণেই বাড়তি দাম। এরমধ্যে অবরোধে গাড়ি ভাড়াও বেশি দিতে হচ্ছে। গ্রাম থেকে সবজি আনতে নানা হয়রানি। এসব কারণে সবজির দাম তেমন একটা কমছে না। অবরোধে সবজি আনতে খরচ একটু বেশি লাগছে। তাই আমরা দু-এক টাকা বাড়িয়ে বিক্রি করছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হতো। কিন্তু এখন তা কমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।