লাইফস্টাইল ডেস্ক : ঈদের ছুটিতে প্রচুর ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়া হয়েছে। দীর্ঘ ভ্রমণও করতে হয়েছে কাউকে কাউকে। এই সময়ে সাজগোজ ও মেকআপ রাখতে হয়েছে অনেকক্ষণ। উৎসবের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয়নি অনেকেরই। ফলে দেখা দিতে পারে ব্রণ, র্যাশ, রোদে পোড়া দাগ ইত্যাদি। উৎসবের পরে উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে তাই প্রয়োজন বাড়তি যত্ন।
গভীর থেকে ত্বক পরিষ্কার : উৎসবের সময়ে প্রতিদিন মেকআপ করলেও গভীরভাবে পরিষ্কারের সুযোগ হয়তো মেলেনি। তাই ত্বকের প্রয়োজন গভীর থেকে পরিষ্কার। শুরুতেই অয়েল ক্লিনজার বা যেকোনো মেকআপ ওয়াইপস দিয়ে মুখ, গলা ও কাঁধ মুছে ফেলুন। তারপর আপনার ত্বকের উপযোগী ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর তুলার সাহায্যে টোনার দিয়ে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার দিন। সিরাম ব্যবহার করতে পারেন। দিনের বেলা সানস্ক্রিন ছাড়া ভুলেও বের হবেন না। যত্নের অভাবে ত্বকে যেসব সমস্যা দেখা যায় সেগুলো দূর করতে মাস্ক উপকারী।
গোসলে অ্যালোভেরা : গোসলের পানিতে অ্যালোভেরা বা যেকোনো এজেনশিয়াল অয়েল যোগ করলে শরীর ও মন দুয়েরই রিলাক্সেশন হবে। আবার গোসলের পানিতে ল্যাভেন্ডার অয়েল ও মধু মিশিয়ে নিতে পারেন। মধু ত্বককে কোমল করার পাশাপাশি ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ দূর করবে। আর ল্যাভেন্ডার স্ট্রেস দূর করার পাশাপাশি পেশির ক্ষত সারতেও উপকারী।
লেবুযুক্ত সাবান : লেবুর গন্ধযুক্ত সাবানে মুহূর্তেই আপনার ত্বক হয়ে উঠবে তাজা ও ফুরফুরে। একই ধরনের কাজ করবে পুদিনা, ইউক্যালিপটাস তেল, তেজপাতা, কমলালেবু বা অন্য যেকোনো ধরনের লেবুযুক্ত সাবান। যাদের দীর্ঘসময় ভ্রমণ করতে হয়েছে তাদের জন্য এ ধরনের সাবান খুবই উপকারী।
চোখের নিচের ত্বকের যত্ন : উৎসব মানেই রাত জেগে আড্ডা, পার্টি ও ঘুমের অনিয়ম। ফলে চোখের নিচের ত্বকে ফোলা ভাব ও কালচে দাগ দেখা দেয় অনেকের। এসবের থেকে মুক্তি পেতে চোখের নিচে আন্ডার আই মাস্ক ব্যবহার করুন।
ঠোঁটের যত্ন : এই কয়েক দিনের টানা ও দীর্ঘসময়ের মেকআপে মুখের অন্যান্য অংশের মতো ক্ষতিগ্রস্ত হয় ঠোঁটও। ঠোঁটের মরা চামড়া পরিষ্কারের জন্য চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাবিং করতে পারেন। বানিয়ে নিতে পারেন ওটস ও আদার স্ক্রাব। একই পরিমাণের ওটমিল, ব্রাউন সুগার আর আদা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করলে পাবেন কালো দাগমুক্ত কোমল ঠোঁট।
দূর করুন ব্ল্যাকহেডস : একটানা ঘোরাঘুরি, মেকআপ ও ঘুমের অনিয়মে ত্বকে নানারকম সমস্যা দেখা দিতে পারে। পুরো মুখেই চারকোল মাস্ক বা অন্য কোনো মাস্ক ব্যবহার করতে পারেন। আবার নাকের ওপর বা চারধারে জমা ব্ল্যাকহেডস দূর করতে নাকের জন্য আলাদা যে পোর ক্লিনজিং স্ট্রিপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এতে মুখের সব অংশের ত্বক সমান ও মসৃণ লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।