আন্তর্জাতিক ডেস্ক : আকাশ থেকে একটি মাছ এসে পড়েছিল বিদ্যুতের ট্রান্সফরমারে। এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে শহরের একাংশ। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি শহরে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সায়ারভিল নামের শহরটির প্রায় ২ হাজার ১০০ নাগরিক ট্রান্সফরমারে সমস্যার কারণে বিদ্যুৎবিভ্রাটে পড়ে।
পরে অনুসন্ধান করে দেখা যায়, একটি মাছ ট্রান্সফরমারে আটকে আছে। কর্তৃপক্ষের ধারণা, কোনো পাখি হয়তো মাছটি ফেলে রেখে গেছে।
এ নিয়ে সায়ারভিল পুলিশের পক্ষ থেকে শনিবার একটি ফেসবুক পোসেটে বলা হয়, সায়ারভিলের একটি বড় এলাকায় বিদ্যুৎ নেই। মাছ পড়ায় ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধারণা করছি, একটি পাখি সেটি ফেলে রেখে গেছে।
স্থানীয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা জেসিপিঅ্যান্ডএল এক বিবৃতিতে জানায়, ট্রান্সফরমারের সংস্পর্শে অনেক প্রাণী আসে। তবে মাছের ট্রান্সফরমারের সংস্পর্শের আসার খবর খুব একটা শোনা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।