লাইফস্টাইল ডেস্ক : আকর্ষণীয় ও প্রয়োজনীয় প্রযুক্তি পণ্য স্মার্টওয়াচ। শুধু সময় জানাতেই থেমে থাকেনি, ফোন করা, স্বাস্থ্য বা ফিটনেস ট্র্যাকার, ডিজিটাল ওয়ালেট, স্মার্টফোনের একটি এক্সটেনশনসহ স্মার্টফোনটি কাছাকাছি কোথাও না থাকলেও কাজটি সম্পূর্ণ করার মতো শত শত সুবিধা লুফে নেওয়া যায়। এখনকার স্মার্টওয়াচগুলো হার্টের হার পরিমাপ করাসহ উচ্চতা শনাক্ত করতেও সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। ইসিজি, এসপিও ২ সেবাগুলোও নির্দিষ্ট মডেলের স্মার্টওয়াচের সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। লিখেছেন অরণ্য সৌরভ
অ্যাপল ওয়াচ সিরিজ ৯
বাজারে আসা স্মার্টওয়াচগুলোর মধ্যে আলোড়ন জাগিয়েছে অ্যাপল ওয়াচের সিরিজ ৯ মডেলটি। এটির ডিজাইন সিরিজ ৮-এর থেকে আরো উন্নত। এটাতে এস৯ চিপ ব্যবহৃত হয়েছে, যা অ্যাপলের ব্যবহার করা সবচেয়ে ক্ষমতাসম্পন্ন চিপ। এই চিপটিতে ৫.৬ মিলিয়ন ট্রাইজিস্টর রয়েছে। সিরিজ ৮ থেকে এটাতে ৩০% বেশি দ্রুতগতিসম্পন্ন জিপিও ব্যবহার করা হয়েছে। এটার অ্যানিমিশন বা ট্রানজিস্টর আরও বেশি দ্রুত কাজ করবে। ব্যাটারি প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে, তবে সব ফিচার ব্যবহারের ফলে আরও কম সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন না থাকলেও অফলাইনে দ্রুত কাজ করবে। আপনার আইফোন কতটুকু দূরত্বে আছে সেটা সহজে দেখতে বা খুঁজে পেতে ব্যবহৃত হয়েছে সেন্সর। ব্রাইটনেস নিজের স্বাচ্ছন্দ্য মতো সবনিম্ন ১ এবং সর্বোচ্চ ২০০০ পর্যন্ত বাড়িয়ে-কমিয়ে নিতে পারবেন। এটাতে ডাবল ট্যাপ রয়েছে, যেটার মাধ্যমে কল রিসিভ, নির্দিষ্ট নম্বরে কল করা, অ্যালার্ম দেওয়া, গান বাজানো বা থামানো, টাইমারসহ অনেক কিছু করতে পারবেন। এটি কেবল আইফোন ১৫-এর সঙ্গে কাজ করবে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ক্লাসিক
স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ ৬ ক্লাসিক চলতি বছরের গ্রীষ্মে আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ওয়াচ ৬-এর সঙ্গে উন্মোচিত হয়েছিল। ৬ সিরিজের উভয় ঘড়িই ওয়ান ইউআই ৫ সফটওয়্যার আপডেট সরবরাহ করে, সিøপ ট্র্যাকিং, ফিটনেস এবং বিভিন্ন সুরক্ষা বৈশিষ্ট্যম-িত। ৬ ক্লাসিকে সবচেয়ে বিস্তৃত স্যামসাং ওয়াচ ডিসপ্লে (১.৫ সুপার অ্যামোলেড) ব্যবহৃত হয়েছে। এটির ডিজাইন চমৎকার এবং টাইমার সেট করা। এ ছাড়া মোবাইলটি বা ট্যাবটি কতটুকু দূরে রয়েছে জানার সেন্সর রয়েছে। এটি ৪৩ মিমি এবং ৪৭ মিমি দুটি সাইজে বাজারে এসেছে। ব্যাটারি ব্যাকআপ ৪০ ঘণ্টা এবং ওজন ৫৯ গ্রাম।
এস৮ আল্ট্রা ৪জি অ্যান্ড্রয়েড
একটি স্মার্টফোনে যা যা করা যায় তাই করা যাবে। এটির মাধ্যমে ইন্টারনেট, ওয়াইফাই, ফেসবুক, ম্যাসেঞ্জার, বিকাশসহ বিভিন্ন ট্রেকিং করতে পারবেন। এ ছাড়া ৪জি সিম, ৪জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন অনায়াসে। স্মার্টওয়াচটির নাম এস৮ আল্ট্রা ৪জি অ্যান্ড্রয়েড। রয়েছে ১ জিবি র্যাম, ১৬ জিবি রোম, ৪জি সিম। ওয়াচটির দাম ৪৮৯০ টাকা। নারী এবং পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা ডিজাইন। এ ছাড়া ওয়াচটিতে প্রায় সব ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। ওয়াচটি মোবাইল ফোনের সঙ্গে সংযোগ করে সহজেই ব্যবহার কল বা মেসেজ আদান-প্রদান করতে পারবেন। মোবাইল ছাড়াই শুধু ওয়াচের মাধ্যমে এসব কাজ খুব সহজেই করতে পারবেন। ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপও। তাৎক্ষণিক টাকার প্রয়োজন হলে ওয়াচের সাহায্যে বিকাশ অ্যাপের মাধ্যমে পারবেন টাকা উত্তোলন করতে।
এইচকে ৯ প্রো
এই স্মার্টওয়াচটিতে অ্যান্ড্রয়েড ফোনের সব ধরনের কাজ করা যাবে। এটিতে আছে সাড়া জাগানো চ্যাটজিপিটি, যা এতদিন শুধু কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহার করা যেত। ওয়াচটির নাম এইচকে ৯ প্রো, যা অ্যাপল ৮ সিরিজের প্রভাব রয়েছে। এই ওয়াচের সার্চ অপশন রয়েছে মাঝামাঝি জায়গায়, আছে মাইক্রোফোন। বডি অ্যালাউসিং থাকায় পছন্দসই স্টেপস ব্যবহার করতে পারবেন। স্টেপস বাটন লক করার জন্য রয়েছে পুশ স্কিপ, যার মাধ্যমে ওয়াচটি ফিড করে নিতে পারবেন। ওয়াচটির লেফট সাইডে রয়েছে স্পিকার অপশন। রয়েছে হাই রিফ্রেশনের ডিসপ্লে। ওয়াচটিতে স্কিন পোর্ট ব্যবহার করা যায়, পারবেন পছন্দমতো টাইম সেট করে নিতে। ২৪ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। পানিতে পড়লেও কোনো সমস্যা নেই। ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ। ওয়াচটিতে রয়েছে মনিটর, হার্ডওয়্যার সেন্সর, মনিটর, স্টেপ কাউন্টার। কথা বলার সময় ঘড়িটি ফেসের মুখোমুখি করে নিলে কথা স্পষ্ট (ক্লিয়ার) বোঝা যায়। রয়েছে মেসেজ, মিউজিক ফাংশনসহ অনেক কিছু। অনায়াসে ব্যবহার করতে পারবেন স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।