আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘গুগলে’ কাজ করতেন স্বামী এবং স্ত্রী দু’জনেই। একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করল বহুজাতিক এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা।
কোনও নোটিশ ছাড়াই এই দম্পতিকে ছাঁটাই করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দম্পতিকে একই সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার ইমেল পাঠানো হয়েছিল। ওই মহিলা ছ’বছর ধরে গুগলে কাজ করছিলেন এবং তার স্বামীও দু’বছর হল সংস্থাটিতে যোগ দিয়েছিলেন। ওই নারী সদ্য এক সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে ওই সন্তানের বয়স চার মাস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের শেষের দিকে দম্পতির সন্তান হয়। ওই নারী ছাঁটাইয়ের আগে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ছুটি নেওয়ার পরিকল্পনা করছিলেন স্বামীও। কিন্তু তার আগেই দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল গুগল।
এই অবস্থায় ওই দম্পতিকে এক সঙ্গে চাকরি থেকে ছাঁটাই করাকে টেক জায়ান্ট গুগলের ‘অমানবিক আচরণ’ হিসেবে দেখছেন অনেকেই।
সম্প্রতি ছাঁটাই অভিযানে নেমেছে গুগল, মাইক্রোসফট-সহ বিভিন্ন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও বাদ দিচ্ছে না গুগল। গত ১৮ জানুয়ারি একসঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছেন, বিগত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থাটি। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তার দাবি। বরখাস্ত কর্মীদের চার মাসের বেতন-সহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও গুগল জানিয়েছে। সূত্র: দ্য সান, ডেইলি মেইল, বিজনেস ইনসাইডার, কানাডা টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।