Advertisement
নিয়মিত চলতে চলতে ফ্যানের পাখায় পুরু হয়ে জমেছে ময়লা। ফ্যান পরিষ্কার করা বেশ ঝক্কির বিষয়। বিছানার উপর বা উঁচু জায়গায় দাঁড়িয়ে ফ্যানের নাগাল পেতে হয়। পরিষ্কার করতে গিয়ে কালিঝুলিও মাখতে হয় বিস্তর। এত কষ্ট করে পরিষ্কার করার পরও দেখা যায় আঠালো ময়লা লেগেই আছে! জেনে নিন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন ফ্যান।
- বাতিল হওয়া বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। কভার সামান্য ভিজিয়ে নেবেন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হবে।
- পুরনো খবরের কাগজ কাজে লাগাতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে, খবরের কাগজ পানিতে অল্প ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন। খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ব্লেড।
- ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকে হবে ফ্যান। হাতে গ্লাভস পরে নিতে ভুলবেন না।
- দীর্ঘদিন ফ্যান পরিষ্কার না করলে আঠালো হয়ে জমে থাকে ময়লা। এক্ষেত্রে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে যেন ধুলা দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করতে হবে। শেষে সাবান পানি দিয়ে কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্লেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।