হোয়াটসঅ্যাপ কলে ডাটা খরচ কমানোর সহজ উপায়

বড় আপডেট আসছে হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশনে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার আনছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।

হোয়াটসঅ্যাপ
প্রতীকী ছবি

সারবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপের লাখ লাখ ব্যবহারকারী। ব্যক্তিগত চ্যাট থেকে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান সবই করা যায় এই প্ল্যাটফর্মে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেমন ছবি, ভিডিও, অডিও মেসেজ, ভয়েস মেসেজ পাঠানো যায়। তেমনই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কল করাও সম্ভব। তবে এই হোয়াটসঅ্যাপ কল করার সময় অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ডেটা খরচ হয়।

খুব সহজ উপায়েই কিন্তু হোয়াটসঅ্যাপ কল করার সময় ডাটা খরচের পরিমাণ কমাতে পারবেন। ঘরে ওয়াইফাই ব্যবহার করলেই বাইরে গেলে মোবাইলের ডাটা ব্যবহার করতে হয়। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলে কথা বললে ডাটা খরচ হয় খুব দ্রুত।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ডাটা খরচ কমিয়ে হোয়াটসঅ্যাপ কল করা যায়-

> প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।

> এবার স্ক্রিনের উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন।

> সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে।

> এরপর সেটিংসের ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।

> এখানে ‘ইউজ লেস ডেটা ফর কলস’ অপশন পাবেন। সেটাকে সিলেক্ট করুন।

আইফোনের ক্ষেত্রে-

> আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।

> এরপর স্ক্রিনের ডানদিকের কোণে তিনটি ডটে ক্লিক করলে ‘সেটিংস’ অপশন পাবেন ইউজার।

> সেখানে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।

> এরপর নেটওয়ার্ক সেকশন থেকে ‘ইউজ লেস ডেটা ফর কলস’ অপশনে ক্লিক করতে হবে। সূত্র: গ্যাজেটস নাও