আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত দফায় দফায় এসব হামলার পর হারজগ সামাজিক যোগাযোগমাধ্য এক্সে দেওয়া এক শোক বার্তায় বলেন, তিনি এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি হামলা’ হিসেবে বর্ণনা করছেন। আহতদের দ্রুত সুস্থতা ও নিখোঁজদের নিরাপদে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন।
এর আগে জানানো হয়েছিল, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে হামলার পর অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়।
নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাকে সমর্থন দিচ্ছে : প্রিয়াঙ্কা গান্ধী
হারজগ বলেন, এই শোকের মুহূর্তে পুরো জাতি একসাথে দাঁড়িয়েছে। আমরা আমাদের নাগরিকদের পাশে আছি, যারা আজ সকালে ভীষণ বেদনা ও ক্ষতির মধ্যে পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।