Advertisement
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা আদায়ে জাতীয় সমাবেশ করেছে। শনিবার সকালে এ সমাবেশ শুরু হয়, শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ শেষ হওয়ার পরপরই সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করছেন দলটির নেতাকর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ।
অন্যদিকে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেছেন, ‘আজ প্রোগ্রামের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা-আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে, ইনশাআল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।