বিনোদন ডেস্ক : বিগ বাজেটের ছবি দিয়েই যাত্রা শুরু হয় রোশানের। এরপর বিশাল লড়াই। কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিয়াউল রোশানকে বেশ খানিকটা ফাইট দিকে হয় যখন জাজ মাল্টিমিডিয়া হঠাৎ করেই নানা বিতর্কে ছবি নির্মাণ কমিয়ে দেন। অথচ সেই সময়টা পুরোপুরি তারকা হয়ে ওড়ার কথা রোশানের।
রোশান বলেন, ‘আমি মনে করি, সবকিছু গুছিয়ে দিলে তা অর্জনের কোনো মজা থাকে না। আমি আমার একার যুদ্ধে এই ফিল্মটাকে ভালোবেসে টিকে আছি, এটিই সবচেয়ে বড় বিষয়।’ তবে দীর্ঘদিন পর আবারও জাজের ব্যানারে একটি নয়, দুটি ছবি নিয়ে হাজির হয়েছিলেন গত ঈদে। এদিকে ঈদের পরপরই রোশানের বিয়ের অনুষ্ঠান এবং এর কিছুদিনের মধ্যেই সন্তানের খবর নিয়ে সামনে এলেন। আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন চিত্রনায়ক রোশান।
বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এই ঢালিউড তারকা। গত বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে তিনি ফেসবুকে জানালেন বাবা হওয়ার খবর। সঙ্গে নবজাতকের ৪টি ছবি শেয়ার করেছেন। রোশান বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালোলাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি। তবে সন্তান সৌভাগ্য নিয়ে আসে। আশা করি ভালো কিছুই হবে।’
ঢালিউডে রোশানের অভিষেক হয় ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বেপরোয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে রোশান অভিনীত দুটি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বিন’ মুক্তি পেয়েছিল। নতুন ছবি ও আগামী দিনের ক্যারিয়ার প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, ‘এখন অনেকেই অনেক রকম শঙ্কার কথা বলেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশি দর্শকরা সিনেমা পাগল।
তাদের ভালো কন্টেন্ট দিলে তারা কখনোই নিরাশ করবেন না। আমি সেভাবেই আগামী ছবিগুলোর ছক আঁকছি। কারণ ইন্ডাস্ট্রিতে ঢুকে প্রথম এক দু-বছর এটার মারপ্যাঁচ বুঝতেই সময় লেগে যায়। তবুও আমি লাকি যে, জাজ মাল্টিমিডিয়ার একটা সাপোর্ট পেয়েছি। এখন নিজেকে প্রমাণ করার সময় এসেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।