সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের মাধ্যমে দেশটির খনিজ সম্পদের মজুত বৃদ্ধি পাবে এবং মা’আদেনকে বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠানের অবস্থানে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
উত্তোলিত স্বর্ণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স স্বর্ণ সংগ্রহ করা হয়েছে। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হলো।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এ ফলাফল প্রমাণ করছে যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এই কারণে আমরা সৌদি আরবের স্বর্ণ ভান্ডারে বড় বিনিয়োগ অব্যাহত রাখছি।”
তিনি আরও বলেন, “চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলন মা’আদেনের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। খনি অনুসন্ধান ও উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।”
বিরল চিনির সন্ধান দিলেন বিজ্ঞানীরা, খেতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও
মা’আদেনের এই উদ্যোগ দেশের খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবকে স্বর্ণ উত্তোলনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


