জুমবাংলা ডেস্ক : যুবকদের একটি অংশ খেজুর চাষ করে স্বাবলম্বী হচ্ছে। ময়মনসিংহের ভালুকার যুবকরা সৌদির খেজুর চাষে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন। এই জেলার মাটি খেজুর চাষের উপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খেজুর চাষ।
দেশে সৌদি খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। ভালুকায় ১০টি বাগানে বাণিজ্যিকভাবে খেজুরের চাষ ও চারা উৎপাদন হচ্ছে। দিন দিন ভালুকার পাড়াগাঁওয়ে খেজুরের চাষ বাড়ছে।
কয়েকটি খেজুরের বাগান ঘুরে দেখা যায়, ৩-৪ বিঘা জমিতে খেজুরের চাষ হচ্ছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে এই সুস্বাদু ফল। চাষিরা খেজুর চাষ করে মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন। তারা প্রতি কেজি খেজুর ২-৩ হাজার টাকায় ও একেকটি চারা ৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছেন।
কৃষি বিভাগের মতে, এই খেজুর চাষে বেকার যুবকরাই বেশি ঝুঁকছেন। তাদের আর্থিক সহায়তা করা হলে তারা খেজুর চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।