স্পোর্টস ডেস্ক: ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে তুলনা করেছেন বীরেন্দ্র শেহবাগ।
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার শেহবাগ বলেন, সৌরভ গাঙ্গুলী সকলের পাশে দাঁড়িয়ে শক্তিশালী দল গড়তে সাহায্য করেছিলেন। আর কোহলি এমনটা করতে পেরেছিলেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
স্পোর্টস-১৮’কে শেহবাগ বলেন, সৌরভ নতুন একটা দল তৈরি করেছিলেন। নতুন মুখদের সুযোগ দিয়ে তাদের পাশে সবসময় দাঁড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, নাম্বার ওয়ান অধিনায়ক সেই যে, একটা দল গড়ে তুলতে পারবেন এবং প্রত্যেক ক্রিকেটারকে আত্মবিশ্বাস জোগাবেন। কোহলি অনেককে দলে ব্যাক করেছিল। আবার অনেকের ক্ষেত্রে পাশে থাকেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।