মিলার-ডুসেন তাণ্ডবে ভারতকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

ভারতকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
ভারতকে ৭ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
এই ম্যাচে ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দিলেন ঋষভ পান্থ। তবে প্রথম ম্যাচটা বেশি দিন মনে রাখতে চাইবেন না তিনি। কেননা, এদিন তার দলের বোলারদের বিরুদ্ধে ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেনকে যে তাণ্ডব দেখালেন, তাতেই ম্যাচ হারে পান্থরা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিলেও ভারতীয় দলকে এই প্রথম বার নেতৃত্ব দিলেন তিনি। আর নেতৃত্বের প্রথম ম্যাচই হারলেন। তিনি কেনই বা এই ম্যাচ মনে রাখতে চাইবেন?

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের শুরু থেকেই মারমুখী ছিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ঈশান কিশান এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম ৬ ওভারে ৫১ রান তোলেন। রুতুরাজ ২৩ রান করেন। অন্য ওপেনার কিশান করেন ৭৬ রান। শ্রেয়াস আয়ার করেন ৩৬ রান। ঋষভ পান্থ ২৯ রান করেন। শেষ বেলায় হার্দিক পান্ডিয়া ১২ বলে ৩১ রান করেন। ২১১ রান তোলে ভারত। সেই সময় ভারতের জয় সহজ হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু ডেভিড মিলার বিপক্ষে থাকলে যেকোনো লক্ষ্যই কম হতে পারে।

দক্ষিণ আফ্রিকাও শুরু থেকে ওভার প্রতি ১০ রানের ওপর তুলতে থাকে। ওপেনার টেম্বা বাভুমা মাত্র ১০ করে আউট হলেও দ্রুত রান তুলছিলেন কুইন্টন ডি’কক। তিনি ২২ রান করেন। ১৩ বলে ২৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন ডোয়েন প্রিটোরিয়াস। তারা ফিরলে বাকি কাজের দায়িত্ব কাঁধে তুলে নেন মিলার এবং রাসি ভান ডার ডুসেন।

২৫ বলে ২২ রান করার পর ডুসেনের ব্যাট ভেঙে যায়। ব্যাট বদলাতেই বদলে যায় তার ভাগ্য। পরের ১৬ বলে ৪৪ রান করেন তিনি। ডুসেন অপরাজিত থাকেন ৭৫ রানে। মিলার ৩১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাদের দাপটেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের এটাই সব থেকে বেশি রান তাড়া করে জয়।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান