অ্যাডাম জাম্পার লজ্জার রেকর্ড; রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে তছনছ করে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরি আর ডেভিড ‘কিলার’ মিলারের তাণ্ডবে তারা ৫ উইকেটে তুলেছে ৪১৬ রান। অজি বোলারদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা! রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

সেঞ্চুরিয়নে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটাই হয়তো কাল হলো অজিদের জন্য।

৫ উইকেটে ৪১৬ রান ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ স্কোর। আর প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোর ২০০৬ সালে জোহানেবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ৪৩৮ রান। ওপেনিংয়ে ৬৪ রানের জুটি গড়ে ভিত পাকা করে দিয়েছিলেন কুইন্টন ডি কক (৪৫) এবং রেজা হেনড্রিক্স (২৮)। তিনে নেমে ভ্যান ডার ডুসেনও ৬৫ বলে ৬২ রান করেন।

অধিনায়ক এইডেন মার্করাম অবশ্য ৮ রানেই থামেন মিচেল নেসেরের বলে।

এরপরই শুরু হয় হেনরিখ ক্লাসেন আর ডেভিড মিলারের তাণ্ডব। দুজনে মিলে ৬ষ্ঠ উইকেটে গড়েন ৯৪ বলে ২২২ রানের বিধ্বংসী এক জুটি। মাত্র ৫৭ বলে সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে খেলেন ৮৩ বলে ১৩ চার ১৩ ছক্কায় খেলেন ১৭৪ রানের টর্নেডো ইনিংস। ডেভিড মিলারও কম যাননি। ৪৫ বলে ৬ চার ৫ ছক্কায় ৮২* রানে অপরাজিত থাকেন। ১০ ওভার বোলিং করে ১১৩ রান দিয়ে কোনো উইকেট পাননি অ্যাডাম জাম্পা। ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে জাম্পা বসলেন তার স্বদেশি সাবেক বোলার মাইকেল লুইসের পাশে।