জুমবাংলা ডেস্ক : ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে মাইকিং করে এ তেল ১৬০ টাকা করে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযানে নামে। এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সেই সঙ্গে তেল মজুদের অভিযোগে গোডাউন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দ করা তেলের গায়ে লেখা দামে (১৬০ টাকা) ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।