প্রথমার্ধে গোল করে স্পেন জয়ের সুভাস পাচ্ছিল। এক গোলে অগ্রগামিতা ধরে রেখে ম্যাচ তখন প্রায় শেষের দিকে। পিছিয়ে থেকে পর্তুগাল তখনও হাল ছাড়েনি। শেষের দিকে ঠিকই সমতাসূচক গোল পেয়ে যায়। তাতেই নেশন্স লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। স্পেন ও পর্তুগালের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।
নিজেদের মাঠে স্পেন বল দখলে এগিয়ে ছিল। পাশাপাশি আক্রমণেও। বিপরীতে পর্তুগালও পাল্টা আক্রমণ কম করেনি। ম্যাচ ঘড়ির তিন মিনিটের সময় স্বাগতিকদের অ্যাজপিলিকিউয়েটার ডান পায়ের শট পোস্টের পাশ দিয়ে গেলে গোলের দেখা মিলেনি।
১৮ মিনিটে পর্তুগালের রাফায়েল গুরেরোর পাসে রাফায়েল লিওর শট লক্ষ্যভ্রষ্ট হয়।
২৫ মিনিটে স্পেন এগিয়ে যায়। পাবলো সারাবিয়ার স্কয়ার পাসে ফাঁকায় মোরাতা প্লেসিং করে দেন। চার মিনিট পর কার্লোস সোলেরের দুই বারের প্রচেষ্টায় ব্যবধান বাড়ানো যায়নি।
৩৪ মিনিটে পর্তুগাল গোল শোধের সুযোগ কাজে লাগাতে পারেনি। আন্দ্রে সিলভার বাম পায়ের জোরালো শট অল্পের জন্য জালে জড়ায়নি।
৪৪ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া পেপের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
বিরতির পরও পর্তুগাল সুযোগ কম পায়নি।
৫৯ মিনিটে আন্দ্রে সিলভার পাসে রাফায়েল লিওর শট গোলকিপার উনাই সিমন পা বাড়িয়ে গোল হতে দেননি।
৬২ মিনিটে রোনালদো মাঠে নামেন। আর এর ২০ মিনিট পর পর্তুগাল সমতায় ফেরে।
৮২ মিনিটে ক্যানসেলোর ডান প্রান্তের ক্রসে রিকার্ডো হোর্তা চলতি বলেই পা চালিয়ে দেন। গোলকিপার জায়গা ছেড়ে এগিয়ে এসে বলের দিকে ঝাঁপালেও গোল আটকাতে পারেননি।
৮৭ মিনিটে জর্দি আলবার হেড পোস্টের পাশ দিয়ে গেলে স্পেনের আর তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।