বিনোদন ডেস্ক : ক্যারিয়ারজুড়েই আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শ্রাবন্তী। পর্দার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থেমে নেই। তিন-তিনটা বিয়ে করেছেন। সবগুলো ভেঙে গেছে। যদিও আইনিভাবে এখনও আলাদা হননি রোশন-শ্রাবন্তী, কিন্তু নতুন প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন নায়িকা। ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম এখন টালিপাড়ায় অনেকটাই ওপেন সিক্রেট।
তবে সম্পর্কের বিষয়টি নিয়ে দুজনই মুখে কুলুপ এটে বসে আছেন। জানতে চাইলে কৌশলী জবাব দেন শ্রাবন্তী-অভিরূপ।
প্রকাশ্যে অভিরূপকে শুধুই ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন শ্রাবন্তী। আর অভিরূপ, তিনি নিজেকে শ্রাবন্তীর ‘বিগ ফ্যান’ বলে দাবি করেছেন।
দুদিন আগে ইনস্টাগ্রামে অভিরূপ জানালেন তার ড্রিম গার্লের কথা। তার আদর্শ জীবনসঙ্গীনী কেমন হবে? লি রেয়ানের কথা ধার করে অভিরূপ লেখেন, ‘আমার আদর্শ সঙ্গী একটু পাগলি হবে, কিন্তু তার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলতে পারব। আমার জন্য কেউই খুব বেশি পাগল হয় না, তাই যত পাগল হবে ততই ভালো। আমার একটু পাগল সুন্দরীই পছন্দ।’
তার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা। প্রায় সবাই ধরে নিয়েছেন অভিরূপের ড্রিম গার্ল যে টালিউড সুন্দরী শ্রাবন্তী এ নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই।
এই পোস্টের নিচে শ্রাবন্তীও কমেন্ট করেছেন। তিনি কমেন্ট বক্সে চোখে হাত রাখা বানরের ইমোজি শেয়ার করেছেন। যার অর্থ হল লজ্জা মেশানো ভয়! অভিরূপের মন্তব্যে যে লাজে রাঙা নায়িকা, তা বেশ স্পষ্ট।
ভোঁদড়কে পানিতে ছেড়ে দিলেই নিয়ে আসে বড় বড় মাছ, তুমুল ভাইরাল ভিডিও
সম্প্রতি জিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপ তার বিশেষ বন্ধু। এমনকি, নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব অলস হয়ে যায়। জিম করতে বলি তাও করে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।