স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি শ্রীলংকা-পাকিস্তান। যেখানে ম্যাচের শুরুতে উইকেট হারিয়েও ৮ ওভারে ৫০ রান স্পর্শ করেছে লংকান ব্যাটাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৮ ওভারে এক উইকেটে ৫৬ রান।
বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে (কার্টেল ওভার) আগে ব্যাট করে ৪২ ওভারে সাত উইকেটে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। এতে শ্রীলংকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৫৩ রান।
এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লংকানরা। দলটির হয় ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরারা।
দীর্ঘদিন পর দলে ফিরেই হাত খুলে ব্যাটিং করতে থাকেন পেরেরা। তবে ম্যাচের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাদাব খানের দুর্দান্ত থ্রোতে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৮ বলে ১৭ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
এরপর উইকেটে আসেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নিশাঙ্কা। এখন মেন্ডিস ১৭ ও ১৭ রানে ব্যাটিং করছেন নিশাঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।