শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সুইমিংপুলে বিক্ষোভকারীরা

Sri Lanka

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। এএফপিসহ বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, আগেই পালিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। যদিও শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Sri Lanka

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে থেকে জানা যাচ্ছে ঘটনার কিছু খণ্ড চিত্র।

ঘটনা-১
জানা যাচ্ছে বিক্ষোভে অংশ নিয়েছেন শ্রীলঙ্কার সেনাবাহিনীর বেশকিছু সদস্য। তারাও প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগ দাবি করছেন।

ঘটনা-২
গোতাবায়ার দলের ১৬ সংসদ সদস্য তার তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানিয়েছেন।

ঘটনা-৩
নানা মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সুইমিংপুলে সাঁতার কাটছেন।

ঘটনা-৪
বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার রেল কর্তৃপক্ষকে কলম্বোমুখী ট্রেন চালু করতে বাধ্য করেছে। যাতে করে তারা বিক্ষোভে যোগ দিতে রাজধানী শহরে আসছেন।

মালাইকার পোশাক দেখে চোখ কপালে চাচার, তুমুল ভাইরাল ভিডিও

ঘটনা-৫
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সঙ্কট মোকাবেলায় জরুরি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এছাড়া তিনি স্পিকারকে পার্লামেন্ট অধিবেশন ডাকার অনুরোধ করেছেন।

সূত্র: এনডিটিভি