দলের হারের চেয়ে ম্যাথুসের আউট নিয়ে হতাশ শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপেক্ষে হেরে শ্রীলংকা যতটা না হতাশ, তারচেয়েও বেশি হতাশ সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউট নিয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইম আউটের’ বাজে নজির গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার এমন আউট নিয়ে খেলা শেষে কথা বলেন অধিনায়ক কুশাল মেন্ডিস।

মেন্ডিস বলেন, ম্যাথুসের আউটটা খুবই হতাশাজনক। ম্যাথুস যখন ক্রিজে আসেন, তখন পাঁচ সেকেন্ড বাকি ছিল। বাইরে এসে হেলমেটের স্ট্র্যাপের কথা জানতে পারেন। এটা হতাশাজনক ছিল। আমরা আশা করেছিলাম সে আমাদের জন্য রান করবে; এটা হতাশাজনক যে আম্পায়াররা ভালো সিদ্ধান্ত নিতে পারেননি।

দলের হার নিয়ে মেন্ডিস বলেন, আমরা আসলে ৩০-৪০ রান কম করেছি। এই উইকেটে ৩২০ রান যথেস্ট ভালো স্কোর হওয়ার মতো। এই ম্যাচে জিতলে আমাদের সেমিফাইনালে ওঠার ভালো সুযোগ ছিল।