বাংলাদেশকে লজ্জা থেকে মুক্তি দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই মাসের ব্যবধানে ভারতের সামনে আরেকটি ট্র্যাজেডি মঞ্চস্থ করলো শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে অলআউট হওয়া দলটি বিশ্বকাপে সর্বসাকুল্যে তুলতে পেরেছে মাত্র ৫৫ রানে।

ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়া লঙ্কানরা বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান ৩০২ রানে হেরেছে। যা চলতি বিশ্বকাপে সর্বনিম্ন রানেরও নজির। কয়েকদিন আগে নেদারল্যান্ডস অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯০ রানে গুটিয়ে গিয়েছিল।

মুম্বাইয়ের রানবন্যার পিচেও বাংলাদেশকে লজ্জার এক রেকর্ড থেকে মুক্তি দিয়েছে কুশল মেন্ডিসের দল। তাদের করা ৫৫ রান বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সর্বনিম্ন সংগ্রহের নজির। এর আগে এই কীর্তি ছিল টাইগারদের দখলে। বাংলাদেশ বিশ্বকাপে সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়েছিল। আর এতে বিশ্বকাপে বাংলাদেশকে বড় বাঁচা বাঁচিয়ে দিল শ্রীলঙ্কা!

ভারতের দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বল থেকেই খেই হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের পাঁচ ব্যাটারই এদিন ডাক খেয়েছেন। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার।

তাদের এমন বিপর্যয়ের দিনে ভারতীয় পেসার মোহাম্মদ শামি মাত্র ১৮ রানেই ৫ উইকেট নিয়েছেন। এ নিয়ে চলতি আসরে দুইবার ফাইফার নিয়েছেন ডানহাতি পেসার। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ৪ বার তিনি পাঁচ উইকেট নিয়েছেন। যা বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ফাইফার। এছাড়া জাভাগাল শ্রীনাথ ও হারভজন সিং তিনবার করে পাঁচ উইকেট পেয়েছিলেন।

বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচেই চার উইকেট কিংবা তার বেশি শিকার করেছেন শামি। ২০১৯ আসরেও তিনি তিনবার ৪ উইকেট পেয়েছিলেন। এ তালিকায় সবার শীর্ষে আছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও অজি পেসার মিচেল স্টার্ক। আফ্রিদি ২০১১ আসরে চারবার এবং ২০১৯ আসরে স্টার্ক ৪ বার চার উইকেট কিংবা তারও বেশি উইকেট নেন।

ওয়ানডে ফরম্যাটে এ নিয়ে দুবার তিনশ রানের বেশি ব্যবধানে জিতেছে ভারত। সবচেয়ে বড় জয়ও তাদের দখলে। শ্রীলঙ্ককার বিপক্ষে তারা চলতি বছরেই ৩১৭ রানের জয় পেয়েছিল। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরই অবস্থান ভারতের আজকের এই জয়।

রোহিতদের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে গড়েছিল শ্রীলঙ্কা। আজ তারচেয়ে ৫ রান (৫৫) বেশি করেছে দলটি। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশকে ৫৮, জিম্বাবুয়েকে ৬৫ এবং শ্রীলঙ্কাকে ৭৩ রানে অলআউট করার নজির রয়েছে ভারতের।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার পাঁচ উইকেট পাওয়ার নজির রয়েছে দুই বোলারের। মিচেল স্টার্কের পর আজ সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন শামি। একইদিন ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেটও পেয়েছেন তিনি। এরপর ৪৪টি করে উইকেট দখলে আছে জাভাগাল শ্রীনাথ ও জহির খানের। এছাড়া বিশ্বকাপে জসপ্রিত বুমরাহ ৩৩ এবং অনিল কুম্বলে ৩১ উইকেট শিকার করেছেন।